Home / দেশের খবর / পূজা নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করবো না: আইজিপি

পূজা নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করবো না: আইজিপি

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করবো না, সহ্য করছি না। এরই মধ্যে গুটিকয়েক ছোট ছোট ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, আইনি প্রদক্ষেপ গ্রহণ করেছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে এদিন তিনি শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান।

আইজিপি বলেন, পূজা নিয়ে অনেকের মনে শঙ্কা ছিল। সেই শঙ্কা দূর করে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ এই পূজা উদযাপন। সারাদেশে ৩২ হাজারের অধিক মণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন হচ্ছে। যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করবে, এটা সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ, তিনটি সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। যারা অপতৎরতা চালাতে চায় তারা আমাদের পরীক্ষা করে দেখতে চায় কোনো গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি। আমরা সবাই তৎপর, আশা করছি কোথাও কিছু ঘটবে না। যদি কোথাও ঘটে আমরা বলিষ্ঠ প্রদক্ষেপ নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. ময়নুল ইসলাম বলেন, এই নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকেই তৎপরতা চালিয়েছে সন্ত্রাসের জনপদ করার জন্য। আমরা সেই গডফাদারদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, সন্ত্রাসকে লালন-পালন করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে, তারা যেন এই পথে পা না বাড়ায়। সেই সন্ত্রাসী এখন আর নেই।

Check Also

পিটার হাস পুনরায় ঢাকায়,প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পুনরায় বাংলাদেশে এসেছেন। তবে এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =

Contact Us