Home / বগুড়ার খবর / বগুড়ায় শান্ত হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

বগুড়ায় শান্ত হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ায় শান্ত হত্যা মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার এবং সেইসাথে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ মোস্তাফিজ হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের হিসাবে গত ২ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতমিখানা রোডে মোস্তফা লজ-এর সামনে আজাহারুল ইসলাম শান্ত নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়। মামলার আসামিদের গ্রেপ্তার করতে ডিবি অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে বগুড়া ডিবির একটি টিম গত বুধবার রাত দেড়টার দিকে শহরের চক ফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আসামি মোঃ মেহদী হাসান (২৪)কে গ্রেপ্তার করে। ধৃত মেহেদী হাসান চক ফরিদ মুন্সিপাড়ার মৃত গাজীবুর রহমানের ছেলে।

এদিকে,বগুড়া ডিবির অপর একটি টিম একই দিন রাতে শাজাহানপুর উপজেলার বনানী মোড় হতে ২ কেজি গাঁজাসহ মোঃ জহুরুল ইসলাম (২৬) নামে এক কারবারিকে গ্রেপ্তার করে। সে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেজপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।

অপরদিকে, একই দিন রাতে বগুড়া ডিবি ও সারয়িাকান্দি থানার যৌথ টমি সদরের বারপুর এলাকায় অভিযান চালিয়ে গরু চুরি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলো, শিবগঞ্জ উপজেলার কানতারা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ আবু বক্কর জুয়লে (৪৪), একই উপজেলর খাদইল এলাকার মৃত মফছের আলীর ছেলে মোঃ মাহাতাব (৪৪) ও আলয়িারহাট আর্দশ গ্রামের ইদ্রস আলীর ছেলে মোঃ রুবলে (৩৪)। এ সময় বারপুর থেকে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে চোরেরা সারিয়াকান্দি হতে ১০টি গরু চুরি করে নিয়ে যায় । তবে গরুগুলো উদ্ধার করা যায়নি।

Check Also

শেরপুরে উপজেলা জামায়াতের আমির দবিবুর ও সেক্রেটারি নাসিম নির্বাচিত

শেরপুর নিউজ ডেস্ক: আগামি ২০২৫-২৬ সেশনের জন্য বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Contact Us