শেরপুর নিউজ ডেস্ক :
চট্টগ্রামের একটি পূজামণ্ডপে গান গাওয়ার ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ফেসবুকে তিনি এ বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করেন।
জাহিদুল ইসলাম লিখেছেন, “অনেকেই এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়াচ্ছেন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। শিবির কখনোই কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কাজ সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও উল্লেখ করেন, “ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হোক। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
সত্যতা যাচাই না করে ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানোর বিষয়েও তিনি সতর্ক করেন, উল্লেখ করেন যে, এ ধরনের কাজ ভবিষ্যতে তাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ করবে। তিনি সবাইকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।