শেরপুর নিউজ ডেস্ক:
ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে নতুন এক ইতিহাস রচনা করলো পাকিস্তান। তবে সেটি গর্বের না, বরং লজ্জার। মুলতান টেস্টে ইংল্যান্ডের সঙ্গে ইনিংস ও ৪৭ রানে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান করার পরও ইনিংস ব্যবধানে হারলো কোনো দল।
মুলতানে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ৮২৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডাবল সেঞ্চুরি করেন জো রুট। আর ট্রিপল সেঞ্চুরির দেখা পান হ্যারি ব্রুক। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করে স্বাগতিক দল। আর পঞ্চম দিনে বাকি ৪ উইকেট হারিয়ে ২২০ রানে গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন লিচ। মাত্র ৬ দশমিক ৫ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও গ্যাস অ্যাটকিনসন। অন্য উইকেটটি নেন ক্রিস ওকস।