শেরপুর নিউজ ডেস্ক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও শেরপুর নিউজ ২৪ ডট নেট এর উপদেষ্টা সম্পাদক, দক্ষিন বগুড়ার জ্যেষ্ঠ সাাংবাদিক আলহাজ্ব মুনসী মো: সাইফুল বারী ডাবলু।
জ্যেষ্ঠ সাাংবাদিক মুনসী মো: সাইফুল বারী ডাবলু তার বিবৃতিতে বলেছেন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি । তিনি বলেন, ‘এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে তিনি হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।