শেরপুর নিউজ ডেস্ক:
সম্প্রতি কিছু শব্দ ও বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির ফলে সমালোচনা ও বিতর্ক তৈরি হওয়ায়, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি এ প্রসঙ্গে ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সমালোচকদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে ধর্ম উপদেষ্টা লেখেন, ‘সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সম্মানিত উস্তাযগণ আমাকে সৎ পরামর্শ দিয়েছেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
তিনি বলেন, ‘আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাদের মনে কষ্ট দিয়েছি তাদের প্রতি আমার সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে। আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাদের পরামর্শকে আমি সর্বদা মূল্য দিই এবং কোনো ভুল করলে তা শুদ্ধ করতে সর্বদাই প্রস্তুত থাকি।’
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আলেম ও তালিবুল আলমদের গঠনমূলক সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করার কথা উল্লেখ করে বলেন, ‘সমালোচনার মাধ্যমে অনেক কল্যাণের পথ খোলা হয়। যারা গঠনমূলক ও শালীন ভাষায় সমালোচনা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে কিছু সমালোচনা ব্যক্তিগত আক্রমণমূলক হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকার আপনাদেরই সরকার। জাতি গঠনে আলেমদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাদের ভুল শুধুমাত্র সরকারের জন্য নয়, পুরো জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’
খালিদ হোসেন তার পোস্টে উল্লেখ করেন, আলেমদের পরামর্শ ও সমালোচনার ভিত্তিতে তিনি তার কর্মপন্থায় কিছু পরিবর্তন এনেছেন। তিনি সবাইকে শালীনতার সঙ্গে সমালোচনা করার আহ্বান জানিয়ে লেখেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরো প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফল ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমীন।’