Home / বগুড়ার খবর / শেরপুরে মাদ্রাসা প্রধানদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

শেরপুরে মাদ্রাসা প্রধানদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসা প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান,বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুল হাই বারি, রফিকুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, আব্দুল কাশেম, সামছুল হক, হায়দার আলী, ওমর ফারুক, আব্দুস সামাদ, আব্দুর সাত্তার, আব্দুল ওহেদ বাবলু, ওয়াজেদ আলী প্রমুখ।
মত বিনিময় সভায় অতিথিরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে অনিচ্ছাকৃত ভাবে আমাদের অনেক কাজ করতে হয়েছে। এবার সময় এসেছে আমারা সংবিধান অনুযায়ী সঠিক কাজটা করতে পারবো। মাদরাসার পরিবেশ কোরআন হাদীস অনুযায়ী পরিচালনা করতে পারবো। আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক আমরা আমাদের সঠিক পরামর্শ দিয়ে সরকারকে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে সহযোগিতা করবো।
এসময় মাদরাসার প্রধানগণ তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা প্রকাশ করেন। বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকারের আমলে মাদরাসার পরিবেশ নষ্টসহ কমিটি বাণিজ্য, দুর্নীতির কথা তুলে ধরেন তারা। আওয়ামীলীগের যে সকল নেতারা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতির পদে থেকে মাদ্রাসা প্রধানদের ব্যবহার করে যে দুর্নীতি করেছে, ক্যাডার বাহিনী দিয়ে শিক্ষকদের শারীরিক ভাবে হেনস্থা ও দুর্ব্যবহার করেছে সেগুলোর তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনারও আহ্বান জানান তারা।
মত বিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ জানান, দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করে আবারও শৃংখলা ফিরে আনা হবে। আমাদের সকল প্রতিষ্ঠানের প্রধানগণ একযোগে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের এই পরিস্থিতিতে শিক্ষকদের সতর্ক থাকারও আহ্বান জানান তারা।

Check Also

গাবতলীতে বজ্রপাতে এক কৃষক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =

Contact Us