Home / রাজনীতি / পূজামণ্ডপে গীতা পাঠের ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা

পূজামণ্ডপে গীতা পাঠের ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা

 

শেরপুর নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পূজামণ্ডপে গীতা পাঠ করে দেশব্যাপী আলোচিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান তার সেই কর্মের ব্যাখ্যা দিয়েছেন। গত শনিবার (১২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপে গীতা পাঠ করেন অধ্যাপক মতিয়ার রহমান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অধ্যাপক মতিয়ার রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঝিনাইদহ-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি ভিডিও বার্তায় বলেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি মণ্ডপে গিয়েছিলেন। সেখানে মানবসেবা, অমুসলিমদের অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বেদব্রহ্ম থেকে শ্লোক পাঠ করেন। তবে তিনি দাবি করেন, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে কিছু রাজনৈতিক মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি আরো জানান, পূজা উদযাপন কমিটির সদস্যরা তাকে অভিবাদন জানালে তিনি তাদের দুই হাত তুলে জবাব দেন। অধ্যাপক মতিয়ার রহমানের দাবি, ইসলাম শান্তির ধর্ম এবং সমস্ত মানবজাতির ধর্মীয় ও মানবিক অধিকার সংরক্ষণ করে।

উল্লেখ্য, ওই ভিডিওতে দেখা যায়, গীতা পাঠের সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি ও শঙ্খ বাজান। গীতা পাঠ শেষে তিনি নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন।

Check Also

তারেক রহমানের জন্মদিন আজ

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =

Contact Us