শেরপুর নিউজ ডেস্ক:
আত্মবিশ্বাসের পারদ তুঙ্গে নিয়েই ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। উল্টো ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে শুন্য হাতে ঢাকায় ফিরছে টাইগাররা।
গেল সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করেছিল শান্ত বাহিনী। আর সেই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে ম্যান ইন ব্লুদের সঙ্গে অসহায় আত্মসমর্পণ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হেরেছিল বাংলাদেশ। সিরিজজুড়ে রানখরায় ভোগেন টপ-অর্ডার ব্যাটাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে ন্যুনতম লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন টাইগার ভক্তরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজেও একই দশা। ব্যাটারদের বাজে পারফরম্যান্সে টি-টোয়েন্টিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
টেস্ট ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে রবিবার (১৩ অক্টোবর) দেশে ফিরছে শান্ত-লিটনরা। রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে টাইগাররা।