Home / স্বাস্থ্য / ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর প্রাণ গেল ছেলেরও

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর প্রাণ গেল ছেলেরও

শেরপুর নিউজ ডেস্ক:
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে সিফাতুল্লাহ সিফাতেরও (৬) মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে একই পরিবারের তিনজন মারা গেল।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিফাতের বাবা ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামের মাওলানা আবুল কাশেম (৫০) ও বড় বোন লাবিবা আক্তার (৮) মারা যায়। মাওলানা আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন এবং মেয়ে লাবিবা ইদারাতুল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, শনিবার সকালে দুধনই বাজার থেকে লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা এবং ছেলে সিফাতকে নিয়ে বন্যার পানিতে নৌকা দিয়ে বাজারে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে যায়। তখন ভিমরুলের বাসা ভেঙে তাদের ওপর পড়ে। আবুল কাশেম প্রথমে সন্তানদের রক্ষা করার চেষ্টা করলেও পরে আর সম্ভব হয়নি। বেশ কিছু সময় পর স্থানীয়রা তাদের ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবা আবুল কাশেম এবং ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টায় আবুল কাশেম মারা যায়। এরপর বিকেল ৩টায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। আশঙ্কাজনক অবস্থায় ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সিফাতও মারা যায়।

এদিকে নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে শনিবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন তাদের বাড়িতে

Check Also

গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Contact Us