শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তবে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হতে পারে। সোমবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, যেন দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায়। তবে, যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্বিত হবে। আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের কমিশন রিপোর্ট পেশ করার পরই নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে এবং জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর হবে।’
এই বিএনপি নেতা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আবার করেছেন খালেদা জিয়া। আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ লড়াই চালিয়ে যেতে হবে।’
সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আমান বলেন, ‘এতদিন আওয়ামী লীগ সরকারের কারণে বিচার হয়নি। কিন্তু এখন আর এই হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হতে পারে না। অবিলম্বে সাগর-রুনির হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।’
আলোচনা সভায় বিএনপির নেতা নাজিমউদ্দিন আলম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা মনে করেন, দেশ তার বাবার সম্পত্তি। কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো আপস করব না। প্রয়োজন হলে আবারো রাস্তায় নামব।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। খালেদা জিয়ার সন্তান দেশের বাইরে থাকবে, এটা আমরা দেখতে চাই না।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘বিএনপির সকল নেতা-কর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ডাকসু জিএস নাজিমউদ্দিন আলম এবং জাতীয়তাবাদের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।