সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পুনঃ নির্মাণের পরিকল্পনা গ্ৰহন

শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পুনঃ নির্মাণের পরিকল্পনা গ্ৰহন

শেরপুর ডেস্কঃ বগুড়ার ঐতিহ্যবাহী শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পুনঃ নির্মাণের পরিকল্পনা গ্ৰহন করা হয়েছে। গত সোমবার ১৪ অক্টোবর বাদ এশা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মসজিদের খতিব মুফতী মাওলানা আব্দুল আউয়াল। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত মসজিদ কমিটির প্রথম সভায় সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু মসজিদের আয় ব্যয়ের হিসাব দেন। তিনি বলেন শেরপুরে দুটি বানিজ্যিক ব্যাংকে শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের একাউন্টে এক কোটি দুই লাখ টাকা জমা রয়েছে। সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপদেষ্টা আলহাজ্ব সেলিম রেজা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, আলহাজ্ব ইসাহাক আলী, আলহাজ্ব ওয়াজেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী হাসানুল মারুফ শিমুল,সহ সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান বাবু,দপ্তর সম্পাদক আলহাজ্ব ফিরোজ আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব ইমরান কামাল খান,কার্য নির্বাহী সদস্য প্রভাষক জাকারিয়া শাহিন, দাতা সদস্য একেএম আসাদুজ্জামান প্রমুখ। শেষে দোওয়া ও মোনাজাত করেন মসজিদের খতিব মুফতী মাওলানা আব্দুল আউয়াল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মসজিদের পেশ ইমাম মাওলানা এজাজ উদ্দিন।

Check Also

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া

  শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =

Contact Us