Home / বগুড়ার খবর / শাজাহানপুরে পাইপ গান ও ধারালো অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুরে পাইপ গান ও ধারালো অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপ গান ও ধারালো অস্ত্রসহ ইমদাদুল হক (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার ফুলকোট বামনদিঘী পাড়ার আশরাফ আলীর ছেলে এবং আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মারপিটসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইমদাদুল হক কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে চারটি বড় হাসুয়া, একটি ছোরা, পাঁচটি ককটেল, একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি ও একটি চায়না গুলির খোসা উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রেকর্ড পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হবে ।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =

Contact Us