শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মিলনমেলা ও রক্তদাতাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয়। এতে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬টি সংগঠনের রক্তদাতা স্বেচ্ছাসেবী প্রতিনিধিগণ অংশ নেন। সুফিয়ান সাওরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন। রক্তদাতাদের ওই মিলন মেলায় সম্মাননা প্রদান পর্বে ৫২ জনকে স্বেচ্ছায় আর্ত মানবতার সেবায় রক্ত প্রদানের স্বীকৃতিসরুপ তাদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এর মধ্যে সংগঠনের প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন শুভ ২৮ বার রক্ত দেওয়ায় তাকে সেরা স্মারক দেওয়া হয়েছে।
দিলরুবা আফরোজ মিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, ডা: ইব্রাহিম খলিলুল্লাহ, ডা: ইকবাল হোসাইন সনি, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান নিলু,শেরপুর ইসলামি হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক শাহিন আলম, শাহ সুলতান হাসপাতারের পরিচালক আলমগীর হোসেন, জামায়াত নেতা এফ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম পারভেজ প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
“ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন এক বছরের রিপোর্টে দেখা যায় জানুয়ারীতে ১৩৮ ব্যাগ, ফেব্রুয়ারি ৯৫ ব্যাগ, মার্চ ২৬৭ ব্যাগ, এপ্রিল ২১০ ব্যাগ, মে ৭৭ ব্যাগ, জুন ১০৯, জুলাই ৫০, আগষ্ট ৯৮, সেপ্টেম্বর ৩২৩ মোট ১৩৬৭ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে গত এক বছরে।