সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে‘স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ’ করার প্রস্তুতি বিএনপি’র

শেরপুরে‘স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ’ করার প্রস্তুতি বিএনপি’র

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে ‘স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ’ করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামি মঙ্গলবার (২৯অক্টোবর) শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ওই সমাবেশ হবে। এতে সর্বস্তরের নেতাকর্মীসহ এক লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা নিয়েছে দলটি। এরইমধ্যে ওই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (১৯অক্টোবর) দুপুরে শহরের খেজুরতলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সা: সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা বিএনপি নেতা মামুনুর রশিদ আপেল, জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, জিএম মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, যুগ্ম আহবায়ক জাকারিয়া মাসুদ, যুগ্ম আহবায়ক সবাইদুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, যুগ্ম আহবায়ক শুয়াইব আহমেদ চপল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন ডিনা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, পৌর মহিলা দলের সাংগঠনিক সুইটি আকতার মিষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন দীর্ঘ সতের বছর নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের মধ্যে দিনাতিপাত করেছেন। ছাত্র-জনতার গণঅভু্যুত্থানের পর সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তাই মুক্ত পরিবেশে এই উপজেলায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ সফল করতে ইতিমধ্যেই কাজ করছেন। এতে লক্ষাধিক মানুষের জমায়েত হওয়ার আশাবাদ ব্যক্ত করে এজন্য সব ভেদাভেদ ভুলে দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি। বিএনপি নেতা কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকদের বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে হবে। যাতে করে ওইদিন মিছিলের নগরীতে পরিনত হয় শেরপুর। এই সমাবেশ থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেবেন কেন্দ্র ও জেলার সিনিয়র নেতারা।

Check Also

ধুনটে আ’লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মাছ লুটের মামলা

  ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Contact Us