সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ১৪ অস্ত্র উদ্ধার

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ১৪ অস্ত্র উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এ পর্যন্ত ১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এখনও আরও ২৫টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এ সব অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের দিনে সদর থানায় হামলা চালিয়ে ভাঙ্চুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে পুলিশের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়ে যায়।

থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, লুট হওয়া ৩৯টি অস্ত্রের মধ্যে ১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। যে সব অস্ত্র উদ্ধার হয়েছে তা পরিত্যক্ত অবস্থায় বিভিন্নস্থান থেকে পাওয়া গেছে। পুলিশসহ যৌথ বাহিনী অস্ত্রগুলো উদ্ধার করে। এসব অস্ত্র উদ্ধারে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

গত ৬ আগস্ট থেকে আজ রোববার (২০ অক্টোবর) পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি অস্ত্র সচল অবস্থায় পাওয়া গেলেও ও বাকি ১৩টি অস্ত্র আগুনে পুড়ে বিকল হয়ে গেছে।

Check Also

বগুড়া জেলা যুবদল এবং জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা ও শহর যুবদল এবং জেলা ও শহর ছাত্রদলের কমিটি ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us