Home / বগুড়ার খবর / ধুনটে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

ধুনটে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট-শহড়াবাড়ি পাকা সড়কে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এলাকাবাসি। রোববার (২০ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় বিক্ষোভ শেষে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম রাব্বানী, ওয়াহেদ আলী, আব্দুল গোফার, রাকিব হোসেন, সোহেল রানা, সাগর হোসেন, মানিক মিয়া, ফখরুল ইসলাম, আলতাফ হোসেন ও হাফিজার রহমান।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির অভিযোগগুলো শুনেছি।

তারপর পরিবহণের লোকজনকে অতিরিক্ত বালুবাহী ট্রাক সড়কে না চালানোর জন্য প্রাথমিক ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

শেরপুরে উপজেলা জামায়াতের আমির দবিবুর ও সেক্রেটারি নাসিম নির্বাচিত

শেরপুর নিউজ ডেস্ক: আগামি ২০২৫-২৬ সেশনের জন্য বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =

Contact Us