Home / পড়াশোনা / জবিতে খালেদা জিয়ার নাম ফলক পুনঃস্থাপন

জবিতে খালেদা জিয়ার নাম ফলক পুনঃস্থাপন

শেরপুর নিউজ ডেস্ক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় ঘোষণার ফলক পুনঃস্থাপন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে ঘোষণা ফলকটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার ঘোষণা ফলক ভেঙে ফেলে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

নাম ফলক উন্মোচনের সময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ দান যার হাত ধরে তার নামফলকটি পর্যন্ত ভেঙে ফেলেছিলো স্বৈরাচাররা। আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর আমার অন্যতম একটি কাজ ছিলো তার নাম ফলকটি পুনঃস্থাপন করা। আজ বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার নাম ফলকটি উন্মোচন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের উপর অপশাসন চালানো স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশ কতটা ভয়াবহ ছিলো তা আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার নামফলক ভেঙে ফেলার দ্বারা আমরা বুঝতে পারি। আজ স্বাধীন দেশে আমরা আবারো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকটি আবারো উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, উক্ত প্রতিষ্ঠানের জন্য জমিদানকারী জমিদার জগন্নাথ রায় চৌধুরীর বর্তমান বংশধরেরা, কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক সমিতির প্রতিনিধিরাসহ অন্যান্যরা।

Check Also

পরিবর্তন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলাম : ভিসি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেছেন, সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + five =

Contact Us