শেরপুর নিউজ ডেস্ক:
অজ্ঞতা ও ভুলবশত আসামি করায় এজাহার থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি বলেন, ১১টার দিকে বাদী নিজে থানায় এসে মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেন। আমরা এই আবেদনের বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করবো এবং মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় উনার নাম বাদ দেব।
এই খিলগাঁও থানাতেই জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে নিজের ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন মো. বাকের।
জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।