Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / কাজিপুর / কাজীপুরের সোনামুখী মেলায় যৌথবাহিনীর অভিযান, ১০ জনের কারাদণ্ড

কাজীপুরের সোনামুখী মেলায় যৌথবাহিনীর অভিযান, ১০ জনের কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলায় অভিযান চালিয়েছেন ভাম্যমাণ আদালত। এসময় অশ্লীল নৃত্য ও অবৈধভাবে মেলা আয়োজনের দায়ে ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মেলাটিও বন্ধ করে দিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামুখী মেলায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

সাবরিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), সোনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। সরকারি অনুমতি ছাড়া মেলার আয়োজন ও অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মেলায় আটক শতাধিক দোকান মালিক ও কর্মচারীদের দোকান ভেঙে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযান চলাকালে মেলার আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।

এসময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, আর্মি ক্যাম্পের সিও লে. কর্নেল নাহিদ আল-আমিন ও কাজীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Check Also

কাজিপুরে ইউপি উপনির্বাচনে প্রার্থী ও ভোটগ্ৰহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা

আব্দুল মজিদ (কাজিপুর থেকে) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন -২০২৩ উপলক্ষে ভোটগ্ৰহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Contact Us