Home / পরিবেশ প্রকৃতি / তাপমাত্রা বাড়তে পারে

তাপমাত্রা বাড়তে পারে

শেরপুর নিউজ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সংস্থাটি বলছে, এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Check Also

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস

শেরপুর নিউজ ডেস্ক: গত কয়েক দিনের গরমের পর সারা দেশে তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার (২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us