Home / বগুড়ার খবর / শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লি: অগ্নিকাণ্ড, ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লি: অগ্নিকাণ্ড, ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে৷’

Check Also

বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : জেলা প্রশাসক বগুড়া

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের মাথা উঁচু করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 12 =

Contact Us