Home / দেশের খবর / আইইবি পরিচালনায় নতুন কমিটি গঠন

আইইবি পরিচালনায় নতুন কমিটি গঠন

শেরপুর নিউজ ডেস্ক:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠানের সদর দপ্তর রমনায় আইইবি এর সদস্যদের দ্বারা আহ্বানকৃত এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম) ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রাক্তন সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ, এফ/৩০৩০।

সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, এফ/৬০৬১, মহাসচিব এ্যাব এবং ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, এফ/৮৯৬০, অধ্যাপক, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট।

ইওজিএম-এ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৮০০ এর অধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

আইইবি পরিচালনায় নতুন কমিটি
বায়রা কার্যনির্বাহী কমিটি / ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতিসহ ৯ জনের পদত্যাগ
আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

উপস্থিত প্রকৌশলীদের মধ্যে থেকে ৪০ জন প্রকৌশলী বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে আইইবির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিচের কমিটি গঠন করা হয়

আইইবি সদর দপ্তরের কমিটি:

প্রেসিডেন্ট : প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এফ/৩১৯৮। ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক): প্রকৌশলী খান মনজুর মোরশেদ, এফ/৩০৩০। ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি): প্রকৌশলী শেখ আল আমিন, এফ/৩৭০৬। ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ): প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, এফ/৬৪৫০। ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ): প্রকৌশলী এ.টি.এম. তানভির-উল হাসান তমাল, এফ/৮৬৫০।

সম্মানী সাধারণ সম্পাদক: অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, এফ/৮৯৬০। সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক): প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, এফ/৯৭৯৭ ৮. সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি): প্রকৌশলী মো. নূর আমিন, এম/৩৪৫১১।

সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ): প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, এম/২৯৫৮২। সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ): প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, এম/২৫৬৪৩

আইইবি ঢাকা কেন্দ্রের কমিটি:

চেয়ারম্যান: প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এফ/ ৭৭৭৫। ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি): প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, এম/৩২০৩২। ভাইস-চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) : প্রকৌশলী মো. কামরুল হাসান, এফ/১১৮০৬। সম্মানী সম্পাদকঃ প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান, এফ/ ১১৫০

Check Also

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Contact Us