আদমদীঘি( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, হাসুয়া, বাঁশের লাঠি, ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও করাত উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামের বানিয়া পুকুর নামক স্থানে কুন্দগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তার উপর বেশ ক’জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি রশি, ২টি হাসুয়া, ৩টি বাঁশের লাঠি, ৭টি ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও একটি করাত এবং ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।