Home / খেলাধুলা / ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের

ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে নিউজিল্যান্ড। পুনেতে ভারতকে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে কিউইরা। এর আগে প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। হোয়াইটওয়াশ এড়াতে ১ নভেম্বর তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার দল।

ভারত শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারেনি তাদের অনেকগুলো রেকর্ডও ভেঙে গেছে। ২০১২ সালের পরে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত। দলটি হোমে টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছিল। এবার ওই যাত্রা থামল।

পুনেতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৯ রান তোলে। ওয়াশিংটন সুন্দর একাই ৭ উইকেট নিয়ে আটকে দেয় কিউইদের। কনওয়ে ৭৬ ও রাচিন রবীন্দ্র ৬৫ রানের ইনিংস খেলেন। জবাবে ভারত প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। মিশেল স্যান্টনার ৭ উইকেট নিয়ে ধসিয়ে দেন ভারতকে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৫ রান তোলে। প্রথম ইনিংসের ১০৩ রানের লিড যোগ করে ভারতকে জয়ের জন্য ৩৫৯ রানের বড় লক্ষ্য দেয় তারা। দ্বিতীয় ইনিংসে জয়সোয়ালের ৭৭ রানে ভর করে স্বাগতিক ভারত ২৪৫ রান করতে পারে। ৬ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসও ধসিয়ে দিয়েছেন স্যান্টনার।

Check Also

ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় বড় জয় পেয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Contact Us