Home / বগুড়ার খবর / বগুড়ায় ফেনসিডিল-গাঁজা ইজিবাইকসহ চালক গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল-গাঁজা ইজিবাইকসহ চালক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩১ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ চালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আপেল মিয়া (২৭) শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের গণেশপুর পূর্বপাড়া গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‍‌‘ক’ সার্কেল শনিবার রাতে গোকুল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ব্যাটারিচালিত ইজিবাইকের সিট কভারের নিচে সাজিয়ে রাখা ১৩১ বোতল ফেনসিডিলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরো জানা গেছে, এ সময় অবৈধভাবে মাদক রাখার দায়ে ইজিবাইকটি জব্দ ও চালক আপেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

যারা বৈষম্য সৃষ্টি করেছে, মানুষকে হত্যা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবেনা-বগুড়ায় সুধী সমাবেশে জামায়াত আমীর

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =

Contact Us