শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (৪২) এবং উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন (৩৭)। রোববার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে নন্দীগ্রামের সিধইল গ্রামের নিজ বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তারেক হোসেন উপজেলার ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দুজনই এজাহার নামীয় আসামি।