Home / বিদেশের খবর / তেল আবিবে সন্ত্রাসী হামলা,বহু হতাহত

তেল আবিবে সন্ত্রাসী হামলা,বহু হতাহত

শেরপুর নিউজ ডেস্ক:

ইসরায়েলের তেল আবিবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ট্রাক দিয়ে তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে অপেক্ষারত লোকদের পিষে দেওয়া হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

দেশটির পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে তদন্ত করা হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলে ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।

এর জবাবে লেবাননের হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেইসঙ্গে চলতি মাসের শুরুর দিক থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

Check Also

বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের

শেরপুর নিউজ ডেস্ক: ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 4 =

Contact Us