সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / ফুটবলের ভেতর দুই কোটি টাকার হেরোইন

ফুটবলের ভেতর দুই কোটি টাকার হেরোইন

শেপেুর নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত শনিবার রাত ৯ টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সরমংলা গ্রামে অভিযান চালায়। মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে যাবে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সরমংলা মহল্লার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যান।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়।
এসময় র‌্যাব সদস্যরা ফুটবলটি উদ্ধার করে দেখেন, অভিনব কায়দায় ফুটবলের ভেতর লুকিয়ে ২ কেজি ১শ’ গ্রাম হেরোইন রাখা। এ নিয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Check Also

খুলনায় জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ

শেরপুর নিউজ ডেস্ক: খুলনার খালিশপুর এলাকার আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =

Contact Us