Home / বিদেশের খবর / বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কতটা মজবুত হয়েছে, জানালেন অমিত শাহ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কতটা মজবুত হয়েছে, জানালেন অমিত শাহ

 

শেরপুর নিউজ ডেস্ক:

পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে রবিবার (২৭ অক্টোবর) ইন্টিগ্রেটেড চেকপোস্ট (সমন্বিত চেকপোস্ট), যাত্রীবাহী টার্মিনাল এবং কার্গোগেট ‘মৈত্রীদ্বার’-এর উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যাত্রীদের যাতায়াত এবং বাণিজ্যিক আদানপ্রদানের জন্য এই সীমান্ত কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে তিনি বলেন, পেট্রাপোলের নতুন যাত্রী টার্মিনাল এই অঞ্চলের অবকাঠামোতে একটা উল্লেখযোগ্য সংযোজন। ল্যান্ড অথোরিটি অফ ইন্ডিয়ার এই উদ্যোগ যাত্রীদের সুবিধার জন্য যেমন তৈরি করা হয়েছে তেমনই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রেও তা একইভাবে উল্লেখযোগ্য।

অমিত শাহ বলেন, ‘আইনিভাবে যাতায়াতের ব্যবস্থা থাকে তখন, অবৈধভাবে যাতায়াত শুরু হয়। আর যখন অবৈধভাবে যাতায়াত শুরু হয় তখন তা বাংলা তথা ভারতের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে।’

একইসঙ্গে ২০২৬ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘২০২৬ সালে আপনারা এই রাজ্যে পরিবর্তন এনে দিন। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য।’

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর শাসনকালে বাংলাদেশর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কতটা মজবুত হয়েছে সে বিষয়েও উল্লেখ করতে ভোলেননি তিনি। তিনি বলেছেন, ‘মোদী যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি। এখন তা ৩০ হাজার কোটি হয়েছে। ব্যবসা বেড়েছে, কাজ বেড়েছে এবং বাংলায় কর্মসংস্থানও হয়েছে।’

আগামী মাসে পশ্চিমবঙ্গের ছয়টা কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন রয়েছে। তার আগে অমিত শাহের কলকাতা সফর বিশেষ অর্থবহ বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তার কর্মসূচির মধ্যে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা রয়েছে।

অন্যদিকে আরজি কর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার অভিভাবকের সঙ্গে অমিত শাহের দেখা করার সম্ভাবনাও রয়েছে। নিহত চিকিৎসকের অভিভাবক দিন কয়েক আগে তার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছিলেন।

Check Also

মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া, লড়াইয়ের আশঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =

Contact Us