সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / দুপচাঁচিয়ায় হত্যা মামলায় সাবেক মেয়র বেলাল হোসেন গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় সাবেক মেয়র বেলাল হোসেন গ্রেপ্তার

 

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে বগুড়া র‌্যাব-১২ একটি দল আজ সোমবার (২৮ অক্টোবর) ভোরে জয়পুরহাটের আক্কেলপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তিনি দুপচাঁচিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মৃত ছইমদ্দিন প্রামানিকের ছেলে।

পুলিশ জানান, গত ৪ আগস্ট রোববার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে.কে কলেজ থেকে মিছিল বের করে। মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামীলীগ অফিসের সামনে পৌঁছিলে আগে থেকে সেখানে অবস্থান করা আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠি, রড দিয়ে মিছিলের উপর এলোপাথারি হামলা করে।

এসময় উপজেলা সদরের চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আবু রায়হান ওরফে রাহিম (২৯) ডান পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট সে মারা যায়। এ ঘটনায় তার মা রওশন আরা বেগম বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে ১নং আসামি করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম জানান, আজ সোমবার (২৮ অক্টোবর) আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

আগামী ২৯ নভেম্বর বগুড়া বারের নির্বাচন, ১৩ পদে ৪৮ প্রার্থী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =

Contact Us