সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সোমবার (২৮অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বগুড়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের নেতা রেজাউল করিম বাবলু, মাওলানা আব্দুস সাত্তার, কাজী আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, আনিছুর রহমান, শাহীন আলম, ইফতেখার আলম, আব্দুল হক, আব্দুল খালেক, শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বিগত ২০০৬ সালের ২৮অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে বলেন, এদিন লগি বৈঠার তাণ্ডবে রাজনীতি তার পথ হারিয়েছিল। মৃত্যু হয়েছিল মানবতার। তবে ০৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকার কর্মফল পেয়েছেন। এছাড়া এখন সময় এসেছে খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রশিতে ঝুলানোর। সেইসঙ্গে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান জামায়াত নেতারা।

Check Also

আগামী ২৯ নভেম্বর বগুড়া বারের নির্বাচন, ১৩ পদে ৪৮ প্রার্থী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 11 =

Contact Us