শেরপুর নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় ৩১ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।
এ ছাড়াও দুজন নারী অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। গত দুদিন রবি ও সোমবার বিজিবি এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে এবং সংশ্লিষ্ট দুই উপজেলার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত ও মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন খবর পায় বিজিবি। এর ভিত্তিতে রবি ও সোমবার অভিযান চালিয়ে ৩১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে সংশ্লিষ্ট বিওপির বিজিবি জওয়ানরা। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী ও ৫ শিশু রয়েছে। তারা সবাই বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ ছাড়াও ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশকালে দুই নারীকে আটক করে বিজিবি। তাদের দুইজনকে আন্ত:সীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর সেল্টার হোমে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।