শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে সুইটি খাতুন (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলার গ্রামের শাহ আলম মিস্ত্রীর মেয়ে। মা ঝর্ণা বেগম জানান, গত রমজান মাসে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের আরকাটিয়া বাজার এলাকায় নাজমুল হকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিনমাস পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মেয়ে আমার বাড়ীতে চলে আসে। সোমবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল কিন্তু তারা তাকে বাড়িতে উঠতে দেয়নি। আমার মেয়ে বিকেলে বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার সকালে আমি চাতালের কাজে ও সুইটির বাবা রাজমিস্ত্রীর কাজে বাহিরে যায়। বাড়িতে কেউ না থাকায় তার নিজ ঘরে গলায় ওরনা পেঁচিয়ে তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । সন্ধায় কাজ শেষে বাড়িতে ফিরে তার লাশ ঝুলতে দেখে আমি চিৎকার দিলে লোকজন এসে নামায়।
স্থানীয় মহিলা মেম্বার নাছিমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে
Check Also
ধুনটের জোড়শিমুল বাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তালিকা সংরক্ষণ না করায় দুই …