Home / অপরাধ জগত / সিরাজগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ১০

সিরাজগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ১০

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র নিয়ে মাইকিং করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বসতবাড়ি-দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা ও পূর্ব মোহনপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে পঞ্চসোনা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ফরহাদকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সয়দাবাদ পুনর্বাসন বড় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চক্রোশী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ নিয়ে কয়েকদিন ধরেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছে। এদিকে মুলিবাড়ি-সিরাজগঞ্জ সড়ক দিয়ে শহরে যাওয়ার সময় পঞ্চসোনা গ্রামের লোকজনকে কয়েক দফা মারধর করে পূর্ব মোহনপুর গ্রামবাসীরা।

এ অবস্থায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পূর্ব মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Check Also

নীলফামারীতে পিতা হত্যা অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: নীলফামারীতে নিজ সন্তানের দ্বারা পিতা হত্যার ঘটনায় জেলার ডোমার থানায় চাঞ্চল্যকর হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us