সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আমি জীবনে কোনো আফসোস রাখতে চাই না: পরীমণি

আমি জীবনে কোনো আফসোস রাখতে চাই না: পরীমণি

শেরপুর নিউজ ডেস্ক: চিত্রনায়িকা পরীমণিকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘মা’ সিনেমায়। সেটাও গেল বছর মে মাসে। এরপর কেটে গেছে ১৭ মাস। অবশ্য এর মাঝে গেল বছর ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি জগতের খাতা খুলেছেন তিনি। এবার মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

স্বাভাবিকভাবেই প্রথম সিরিজ নিয়ে পরীমণি শুরু থেকেই বেশ এক্সসাইটেড। তা বোঝা গেলো ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে।

মঞ্চে উঠেই পরীমণি জানালেন, “রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

“রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

কথায় কথায় পরীমণি জানালেন, ‘আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।”

মূলত বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

Check Also

কন্যা সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি

শেরপুর নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =

Contact Us