সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / পূর্ণকালীন প্রশাসক বসছে পৌরসভা সিটি কর্পোরেশনে

পূর্ণকালীন প্রশাসক বসছে পৌরসভা সিটি কর্পোরেশনে

শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রতিনিধি অপসারণের পর সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভায় সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনগণের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ‘আমরা বুঝতে পারছি, সাময়িক একজন প্রশাসক দিয়ে এত বড় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভার সেবা দেওয়া সম্ভব নয়। এখানে সার্বক্ষণিক দায়িত্ব ও কর্তব্য আছে। সেগুলো পালন করার জন্য সার্বক্ষণিক একজন প্রশাসকের প্রয়োজন।’

এলজিআরডি উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের মেয়াদ ৫ বছরের বদলে ৪ বছর হওয়া উচিৎ। পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের বদলে ৩ বছর হওয়া উচিৎ।’

Check Also

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল ৩ দিনের রিমান্ডে

শেরপুর নিউজ ডেস্ক: যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =

Contact Us