শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
পৌরসভার আওতাধীন রাস্তাসমূহ ও জাতীয় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী (বালু ও ইটের খোয়া) এবং ট্রাক, ভ্যান রেখে সাধারণ মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যহত করায় অর্থদন্ড করা ছাড়াও বালু ও খোয়া জব্দ করা হয়।
এসময় শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম এবং শেরপুর থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।