শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শাজাহানপুরে পাঁচ দিনব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ সমাবেশের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মুহসিয়া তাবাসসুম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার উপ-পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুদু। এ সময় উপস্থিত ছিলেন স্কাউট’র রাজশাহী বিভাগের সহ-সভাপতি ওয়াহেদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল, পারভেজ, আব্দুল মমিন, রায়হান, উর্মি তালুকদার, স্কাউট শিক্ষক আশরাফুল হাবিব, সাগর তালুকদার, তানভীর আহম্মেদ, হোসনেয়ারা, রওনক জাহান প্রমুখ।
কাব ক্যাম্পুরীতে স্কাউট কর্মকর্তা, স্কাউট ও কাব স্কাউট সদস্যসহ চার শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন। এতে উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬০টি কাব স্কাউট দল অংশ নেয়।