Home / রাজনীতি / অন্তর্বর্তী সরকারকে যে বিষয়ে ফোকাস করতে বললেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে যে বিষয়ে ফোকাস করতে বললেন মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অন্য বিষয়ে নজর না দিয়ে ইলেকশনের দিকে ফোকাস করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান যেন নষ্ট না হয় সেদিকে তিনি যেন সজাগ দৃষ্টি রাখেন। বৃহস্পতিরবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের নেতৃত্বে যিনি আছেন তিনি সারা পৃথিবীতে সমাদৃত। ড. ইউনুসের কাছে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। সম্মান দিয়েছে, দেবে ও দিতে চায়। আপনার এই জায়গা যেন নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।

তিনি সরকারের উদ্দেশে আরো বলেন, অন্য বিষয়ে নজর না দিয়ে ফোকাসটা নির্বাচনের দিকে করবেন। এটার কোনো বিকল্প নেই। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে এগিয়ে যেতে হলে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে কারণেই এতো প্রাণ গেছে। এতো মানুষ দীর্ঘকাল সংগ্রাম করেছে, কারাগারে গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার একদম কিছু করেনি (নির্বাচনের বিষয়ে) সেটিও সঠিক নয় বলেই মনে করেন তিনি। ‘সর্বশেষ একটা সার্চ কমিটি গঠন করেছে। আমাদের প্রত্যাশা ছিল সার্চ কমিটি গঠনের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তারপরেও এটাকে আমরা বড় সমস্যা মনে করছি না। দ্রুত নির্বাচন কমিশন হোক। এরপর দ্রুততার সঙ্গে তাদের যে কাজ নির্বাচন করা সেটি তারা করুক।’

Check Also

আ.লীগের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন: হাসনাত

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারা উদ্যোগ নেবেন, ইতিহাসে তারা গণশত্রু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us