Home / বিদেশের খবর / পৃথিবীকে ঠান্ডা করতে ছিটানো হবে হীরার গুঁড়ো

পৃথিবীকে ঠান্ডা করতে ছিটানো হবে হীরার গুঁড়ো

শেরপুর নিউজ ডেস্ক: জলবায়ূ পরিবর্তনের ফলে বেড়েছে তাপমাত্রা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই উত্তপ্ত এই পৃথিবীকে শীতল করার জন্য বায়ুমণ্ডলে ছড়ানো হতে পারে ৫০ লাখ টন হীরার ধূলিকণা। এতে খরচ হবে ২০০ লাখ কোটি ডলার। এমনটাই উঠে এসেছে এক গবেষণায়। তবে অযৌক্তিক মনে হলেও ‘জিয়োফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বছরে ৫০ লাখ টন হীরার গুঁড়ো বিশ্বের তাপমাত্রা অনেকাংশেই কমিয়ে দিতে পারে!

প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, চকচকে হীরার গুঁড়ো সূর্যরশ্মির উপর পড়লে তা অনেকাংশেই প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলের বাইরে চলে যাবে। ফলে তাপও কমবে। ওই গবেষকদের বিশ্বাস, যদি ৪৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালানো যায়, তা হলে এই প্রক্রিয়া পৃথিবীর তাপমাত্রা প্রায় ২.৯ ডিগ্রি ফারেনহাইট অবধি কমাতে পারে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। এমনটাই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। কারণ, পুরো প্রক্রিয়াটির যেমন খরচসাপেক্ষ তেমনই শ্রমসাপেক্ষ।

Check Also

ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: দাবানলে পুড়ছে ইসরাইল।অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us