শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠে এক কৃষকের জমি থেকে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগে উঠেছে। উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাকন্দি গ্রামের বিশা প্রামানিকের কাছ থেকে দীর্ঘদিন আগে একই গ্রামের কৃষক আব্দুল জলিল মন্ডল বিনিময় দলিল মূলে ৩০ শতক জমি ভোগদখল করে আসছে। চলতি মৌসুমে আব্দুল জলিল ওই জমিতে ধান চাষ করেন। কয়েক দিন আগে জমির ধান পেকেছে। এ অবস্থায় একই গ্রামের ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার লোকজন বুধবার সকালে আব্দুল জলিলের ৩০ শতক জমির পাকা ধান কেটে নিয়েছে। এতে ওই কৃষক আব্দুল জলিলের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিশা প্রামানিক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে তারাকান্দি গ্রামের হবিবর রহমানের ছেলে মাহফুজুর রহমান সহ ৩ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, ওই জমির মুল কাগজপত্র আমার নামে আছে। অথচ প্রায় ১৭ বছর ধরে তারা অবৈধভাবে ভোগদখল করছে। এবার দেশের রাজনৈতিক পরিবেশ অনুকুলে আসায় আমার জমির ধান আমি কেটে নিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট থানার এসআই স্বপন মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।