শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের ওয়াইএমসিএ‘র পল বেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর মহাপরিচালক ফারুক ওয়াসিক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক মো. রেজাউল করিম বাদশা। অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাহাত রিটু প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজ তার বক্তব্যে বলেন, সমাজে সু শাসন প্রতিষ্ঠা করতে হবে।
বিগত দিনগুলোতে সু শাসনের অভাবে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা হলেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।