সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ৯০ হাজারের বেশি ফেসবুক আইডি ব্লক করলেন ডলি সায়ন্তনী

৯০ হাজারের বেশি ফেসবুক আইডি ব্লক করলেন ডলি সায়ন্তনী

শেরপুর নিউজ ডেস্ক: ৯০ হাজারেরও অধিক ফেসবুক আইডি ব্লক করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তথ্যটা অবাক করার মতো হলেও নিজেই এমন কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর স্ট্যাটাস দিয়েছেন ডলি সায়ন্তনী, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন এই বিপুল ফেসবুক আইডি ব্লকের কথা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় এসেছিলেন এই তারকা। কিন্তু মাত্র ৪ হাজার ৩৮২ ভোট পেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছিলেন। ভোটের মাঠে তার তারকা খ্যাতি কাজে লাগেনি। এরপর থেকে তিনি অনেকটাই আলোচনার বাইরে চলে গিয়েছিলেন। তবে এবার তার এ ব্লকিং ঘোষণায়

ডলি সায়ন্তনীর এই পদক্ষেপ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন কেন এত সংখ্যক আইডি ব্লক করতে হয়েছে।

‘রং চটা জিন্সের প্যান্ট পরা’ খ্যাত গায়িকা লিখেছেন, ‘আমি এই পর্যন্ত ৯০ হাজার ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না, তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উলটা-পালটা মেসেজ করবেন তো ব্লক খাবেন।’

সোশ্যাল মিডিয়ায় এ গায়িকার ভক্ত-শুভাঙ্ক্ষীর সংখ্যা প্রায় ১০ লাখ। আর সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করে দিয়েছেন তিনি। এদিকে ফেসবুকে তার এমন স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ তার সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন। আবার কেউ বলছেন, আলোচনায় আসার জন্য মিথ্যা তথ্য শেয়ার করেছেন তিনি।

১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স’র ব্যানারে ডলি সায়ন্তনীর প্রথম একক অ্যালবাম ‘যে যুবক’ প্রকাশ পায়। দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিত দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা ডলি। এছাড়া সাত শতাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। প্রথম প্লেব্ল্যাক ছিল ‘উত্থানপতন’।

Check Also

নোরার প্রশ্ন নাচব কিভাবে?

শেরপুর নিউজ ডেস্ক: নোরা ফাতেহির লাস্যময়ী সৌন্দর্যে কুর্নিশ করেন ভক্তরা। কোমর দুলিয়ে কোটি তরুণের বুকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − one =

Contact Us