শেরপুর নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দীর্ঘ পনেরো বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে দেশে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা শেখ হাসিনার মত আর কোনো স্বৈরাচার সরকার চাই না, আর কোনো স্বৈরাচার সরকারের ঠাঁই এ দেশে হবে না।
আমরা এখন নতুন দেশ গড়বো। যে দেশে থাকবেন না সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার। যে দেশ হবে স্বৈরাচারমুক্ত লুটেরামুক্ত।’
শনিবার (২ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার মুক্তমঞ্চে নাগরিক ঐক্য জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে।
তারা আয়না ঘর বানিয়ে নিরীহ মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে। যে দেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল সেই দেশে আবারো নতুন করে অনেককে জীবন দিতে হয়েছে।’
নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলার সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, পাপ্পু ইসলাম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক এনামুল সরকার প্রমুখ।