সর্বশেষ সংবাদ
Home / ইতিহাস ও ঐতিহ্য / চলনবিলে শৌখিন মৎস্য শিকারিদের পলো উৎসব

চলনবিলে শৌখিন মৎস্য শিকারিদের পলো উৎসব

 

সিংড়া (নাটোর) সংবাদদাতা : চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ঐতিহ্যবাহী ‘বাউত উৎসবে’ মেতেছেন শৌখিন মাছ শিকারিরা। অনেকে ‘পলো উৎসব’ নামেও চেনেন। কুয়াশাঢাকা হেমন্তের কাকডাকা ভোরে পলো, বেসাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে চলনবিলে ছুটে আসেন শৌখিন মৎস্য শিকারিরা। লোকজ রীতিতে বিলের জলে মনের আনন্দে চলে মাছ শিকার।

সরজমিনে দেখা যায়, উৎসবে অংশ নিতে ১১টি বাস, ৭টি ট্রাক ও ৪টি পিকআপ গাড়িতে চেপে প্রায় ১৫শ’ মাছ শিকারি এসেছেন। তারা সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, বনারপাড়া এলাকা থেকে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ শিকার করছেন। সবার হাতে পলো, চাক পলো, নেট পলো, ঠেলা জাল, বাদাই জাল, লাঠি জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম।

বিলপাড়ে সমবেত হওয়ার পর একসাথে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে ওঠে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। এসময় দেশীয় প্রজাতির শোল, বোয়াল, গজার, রুই, কাতলা, চিতল, পুঁটি, খৈলসা, শিং, টেংরা, পাবদা মাছ ধরা পড়ে।

মাছ ধরতে আসা মৎস্য শিকারি গাইবান্ধা পলাশবাড়ী এলাকার শাহাদাত হোসেন বলেন, তিনি প্রায় ৮বছর ধরে মাছ শিকার করেন। শখের বসে মাছ ধরতে বিভিন্ন জায়গায় যান। মাছ কেউ পাক আর না পাক বাউতের একটা উৎসব হয়। এজন্যই তারা আসেন।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, দলবদ্ধ হয়ে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারিদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। ভোরের আলো ফুটতেই বিলাঞ্চলে দলবেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা।

Check Also

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র আখেরি চাহার শোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us