সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / প্রশংসায় ভাসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

প্রশংসায় ভাসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক :
ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। নিজের ছবি এবং ভিডিও ফেসবুকে শেয়ার করেন তিনি। এমনকি ভক্তদের সময় দিতে লাইভে এসে আড্ডা দেন।

শুধু তাই নয়, অনুরাগীদের বিভিন্ন পোস্টে মন্তব্য করতেও ভোলেন না মেহজাবীন। এই ভক্তদের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো তার মাথায়। ফেসবুকে সেরা ২৫-এ (২৪তম) স্থান পেয়েছেন মেহজাবীনের ভক্তরা।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

এদিকে মেহজাবীনের ভক্তরা একটি দাবি করেছেন। দাবি না মানলে আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন তারা। দাবিটি হলো, ভক্তকুল মেহজাবীনকে আবারও রোমান্টিক রোলে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়। ভক্তদের সেই দাবি উপেক্ষা করেননি মেহজাবীন।

ভক্তদের উদ্দেশ্যে ফ্যানস ক্লাব গ্রুপে এই অভিনেত্রী লিখেছেন: ‘আমার ফ্যানগুলো প্রায়ই আমাকে অবাক করে দেয়। ঠিক যেমন মিষ্টি আবার কিছুটা দুষ্টুও। কি কি যে শুরু করেছেন আপনারা! আপনাদের দাবি, চাওয়া সবকিছুই আমার নজরে এসেছে। আমি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং ভাবছি। একটু ধৈর্য্য ধরেন সবাই। শিগগিরই নতুন খবর পাবেন। সব শেষে ভালোবাসার ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি মেহজাবীন।

তার এমন স্ট্যাটাসের পর ভক্তদের আনন্দের শেষ নেই। তবে মেহজাবীন এখনও কোনো কাজের ঘোষণা দেননি। ভক্তদের নতুন খবর জানাবেন বলে ধৈর্য্য ধারণ করতে বলেছেন। ধারণা করা যাচ্ছে, নতুন কোনো সুখবর দেবেন তিনি। তবে সেটা কী, সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী অভিনীত দুটি সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Check Also

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =

Contact Us