শেরপুর নিউজ ডেস্ক: দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় গত ৪ আগস্ট বগুড়ার পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণসহ ধারালো অস্ত্রের আঘাতে নিহত পাঁচজনের লাশ ময়নাতদন্তের করতে কবর থেকে উত্তোলনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করা হয়েছে। ওই পাঁচজন নিহতের ঘটনায় বগুড়া সদর থানায় পৃথক পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা নিহতদের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তাদের লাশ কবর থেকে উত্তোলনের জন্য বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে আবেদন করেন। ওই আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা আবেদনটি গত ২৮ অক্টোবর সোমবার মঞ্জুর করেন।
ওই মামলাগুলো সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত ব্যক্তিদের লাশ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ প্রদান করেন। ময়নাতদন্ত শেষে যথাযথ মর্যদায় পুনরায় লাশ দাফন করার জন্য তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করা হয়। আদেশের অনুলিপি বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক এবং বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট বগুড়া শহরের নবাববাড়ী ডায়াবেটিস হাসপাতালের সামনে রাস্তায় আসামিদের ছোড়া গুলি, ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কমর উদ্দিন বাঙ্গী গুরুতর হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
অপরদিকে একই দিনে শহরের সাতমাথা স্টেশন রোডে আইএফআইসি ব্যাংকের সামনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দার সেকেন্দার আলীর ছেলে সেলিম হোসেন ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ওই দিন কাঁঠালতলা বড়গোলা পর্যন্ত রাস্তার ওপরে আসামিদের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।