Home / বিনোদন / আল্লাহর আশ্রয় চাইলেন অভিনেত্রী চমক

আল্লাহর আশ্রয় চাইলেন অভিনেত্রী চমক

শেরপুর নিউজ ডেস্ক: দেশের সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাইয়ে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন বাংলাদেশ নিয়ে নিজের আকাঙ্ক্ষা ও ইচ্ছার কথাও জানিয়েছেন চমক।

এবার রহস্যময় একটি পোস্ট দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন চমক। সম্প্রতি চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহীদি জনতার বাধা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিছুটা অস্থিরতা দেখা গেছে শোবিজ অঙ্গনে।

এমতাবস্থায় রোববার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন চমক। তাতে অভিনেত্রী লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।

নিজের স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি চমক। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গে চমকের পোস্টের সংযোগ রয়েছে বলে অনুমান করেছেন। মন্তব্যের ঘরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা এবং শেখ হাসিনার সমালোচনা করার বিষয় টেনে এনেছেন নেটিজেনরা। একই দিনে আরও একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

অন্যদিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়। এই বিষয়টির সঙ্গে চমকের পোস্টটিকে মিলিয়ে নিজেদের মতো নানা কিছু ভেবে নিচ্ছেন নেটিজেনরা।

 

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =

Contact Us