Home / রাজনীতি / গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত:ড. হাছান মাহমুদ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত:ড. হাছান মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ। রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে একমত আমরা। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। সেগুলোর সঙ্গে আমরা একমত। প্রয়োজনে তাদের সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কাজ করব।

‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোণঠাসা?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন হাছান মাহমুদ। এসময় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, জুলাই-অগাস্টের ‘হত্যাকাণ্ড’, আওয়ামী লীগের ফিরে আসা, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় তিন মাসের মাথায় দলটির এমন শীর্ষ পর্যায়ের কোনো নেতার প্রথম সাক্ষাৎকার এটি। তবে উপস্থাপক বুলবুল হাসানের সঞ্চালনায় ‘অভিমত’ নামের সাক্ষাৎকারভিত্তিক ওই অনুষ্ঠানে নিজের বর্তমান অবস্থান জানাননি হাছান মাহমুদ। অনুষ্ঠানে ২০০৭ সালে সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একযোগে আন্দোলন করার উদাহরণ টানেন তিনি।

বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সংবাদমাধ্যমে জায়গা করে নেন হাছান মাহমুদ। এবার ওই নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সঙ্গে ‘একমত’ হওয়ার কথা তুলে ধরেন তিনি।

এছাড়া রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং সংস্কারের বিষয়ে তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান সাবেক তথ্যমন্ত্রী।

এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। এক-এগারোর সরকারের সঙ্গে একযোগে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম। পরে গণতন্ত্র ফিরে এসেছিল। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোর অনেকগুলোর সঙ্গে আমরা একমত।

তিনি বলেন, বিশেষ করে মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা?- উনি এই প্রশ্ন তুলেছেন। আমরা এটার সঙ্গে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন। আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই বক্তব্যের সঙ্গে আমরা পুরোপুরি একমত।

রাষ্ট্রপতি পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, এ ব্যাপারে বিএনপির অবস্থানকেও ‘সাধুবাদ’ জানানোর কথা বলেন আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ হওয়ার পর বিএনপি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সঙ্গেও আমরা একমত। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আমি হামলা করলাম, সেই রাজনৈতিক দলের অফিস জ্বালিয়ে দেয়া হলো- এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না।

Check Also

নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 4 =

Contact Us